মেমারিতে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে মেমারি কিষানমান্ডি সংলগ্ন জি টি রোডে ঘটে এই দুর্ঘটনা। মৃতের নাম শংকর শর্মা (৬০), বাড়ি বাগিলা সংহতিপল্লী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই এদিন দুপুরে খাবার শেষে জি টি রোডের ধারে নিজের কাঠের ফার্নিচারের দোকান খুলতে যান শংকরবাবু। দোকান খোলার পর পাশের একটি চায়ের দোকানে চা খেয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় বর্ধমানের দিক থেকে আসা একটি ডি সি এম লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁকে ধাক্কা মারে। লরিটি এরপর রাস্তার ধারে থাকা এক গাছে গিয়ে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত শংকর শর্মাকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটি আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।