আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মর্মান্তিক পথ দুর্ঘটনা! লরি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মেমারিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার বিকেল নাগাদ মন্তেশ্বর রোডের মুন্সীডাঙ্গা বাসস্টপ সংলগ্ন এলাকায় লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর ট্রাক্টরে থাকা কয়েকজন আহত হন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই ব্যক্তি—জয়ন্ত সরেন এবং তিরু পুজারা—দু’জনেই মেমারি ১ নম্বর ব্লকের মগড়ার বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরি ও ট্রাক্টরকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে। ওই সময় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

See also  তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি