আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লকডাউনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশের সামনেই চলছে টোটো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রীতা ভট্টাচাৰ্য, কালনা

দীর্ঘ 45 দিন পর দোকান খোলার অনুমতি মিললেও মেলেনি অনুমতি টোটো গাড়ি চালানোর । কিন্তু কালনা শহর জুরে চলছে নির্দ্বিধায় টোটো ।লকডাউনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশের সামনেই চলছে টোটোযদিও টোটো চালানোর ক্ষেত্রে নিজেদের অসহায়তার ছবিটা ফুটিয়ে তুললেন আমাদের ক্যামেরার সামনে টোটো চালকরা।
দীর্ঘ 45 দিন টোটো বন্ধ রাখার ফলে টোটোর জন্য ব্যবহৃত চারটে ব্যাটারি যাচ্ছে কম জুরি হয়ে, আর কয়েকদিন এইভাবে চললে এই ব্যাটারি দিয়ে টোটো চালানো সম্ভব হবে না. কেউ বউ গহনা বন্ধক রেখে, কেউ ব্যাংক থেকে লোন তুলে টোটো কিনেছে ।প্রতিমাসে ব্যাংকে নির্দিষ্ট টাকা পরিশোধ করতে হয় টোটো চালকদের।
তার উপর যদি ফের ওপর ব্যাটারি খারাপ হয়ে যায়, তাহলে এই কর্মহীন বাজারে কিভাবে সেই ঘাটতি পূরণ সম্ভব হবে! এই ভেবেই একপ্রকার বাধ্য হয়েই টোটো নিয়ে রাস্তায় নেমেছেন টোটো চালকরা ।যদিও জানেন তারা আইনকে অমান্য করছেন, তবে পেটের দায়ে বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন কালনার টোটো চালকরা।
See also  কৃতিসংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাঁইথিয়াতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি