আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দূর্ঘটনার কবলে তিন স্কুল পড়ুয়া,মৃত ২, আহত ১

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ সকালে লোকপুর থানার বারাবন জঙ্গলে এক মর্মান্তিক পথ দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুই জনের এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। বিবরণে প্রকাশ লোকপুর থেকে খয়রাসোল যাবার পথে বারাবন জঙ্গলের মাঝে বাঁক নিতে গিয়ে মোটর সাইকেল সহ তিন আরোহী স্কুলপড়ুয়া সাজোরে গাছে ধাক্কা মারে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্র টহলরত লোকপুর থানার এ এস আই জীবন সরেন সহ অন্যান্য পুলিশকর্মীরা ছুটে এসে এবং তাদের উদ্ধার করে পুলিশ ভ্যানে চাপিয়ে স্থানীয় নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দুর্গাপুর বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়।

মৃত্যু দুই জন ছাত্রের নাম মনোজিৎ গোপ ও জয়দেব ঘোষ দুজনেরই বাড়ি খয়রাসোল এবং আহত কিশোরটির নাম আয়ুশ বাঘ বাড়ি লোকপুর থানার সারসা গ্রামে । উল্লেখ্য সকলেরই বয়স 15 থেকে 16 বছরের মধ্যে ।মৃত দুজনের দেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।খয়রাসোল গ্রামে দুর্ঘটনার খবর পাওয়া মাত্র স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক প্রদীপ মন্ডল দুর্ঘটনাস্থল ও স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান।

See also  বড়োসড়ো সাফল্য খন্ডঘোষ থানার পুলিশের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি