আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান স্টেশনে তিন বিষধর সাপ-সহ তিনজন আটক, শুরু বন দপ্তরের তদন্ত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশনে চাঞ্চল্য—স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে তিনটি বিষধর সাপ-সহ তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে রয়েছে একটি চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার), একটি কেউটে (কোবরা) এবং একটি বালি বোরা (স্যান্ড বোয়া)।

রবিবার সন্ধ্যায় প্ল্যাটফর্মে তল্লাশি চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই তিনজনকে আটক করে আরপিএফ। তাদের ব্যাগ তল্লাশি করতেই সামনে আসে তিনটি সাপ। আরপিএফ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী পাচারের সন্দেহেই তাদের আটক করা হয়।

ধৃত তিনজন—মনোহর মাল, সেলিম মাল এবং গোপি মাল—সকলেই মেমারি থানা এলাকার বাসিন্দা। তাদের দাবি, তাঁরা সাপের ‘খেলা’ দেখিয়ে জীবিকা নির্বাহ করেন এবং গলসী থেকে বাড়ি ফিরছিলেন। যদিও এই দাবিকে গুরুত্ব দিলেও পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখছে বন দপ্তর।

বর্ধমান রেঞ্জের রেঞ্জ অফিসার অনির্বাণ মিত্র জানিয়েছেন, “উদ্ধার হওয়া তিনটি সাপ ও তিনজন ধৃতকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি শিকার বা পাচারের আওতায় পড়ে, যা সম্পূর্ণ বেআইনি”।

বন দফতর এখন তদন্ত করছে—বিষধর সাপগুলির বিষ বেআইনিভাবে বিক্রির উদ্দেশ্যে পাচার হচ্ছিল কিনা, অথবা এর পেছনে অন্য কোনও চক্র সক্রিয় রয়েছে কি না। ধৃতদের সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না, অথবা সাপের বিষ অবৈধ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে কি না, সে সব দিকও খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত তিনজনকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

See also  প্রতীক্ষার অবসান , মাধ্যমিকের ফল প্রকাশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি