কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন উঠে এলো জয়নগরে।রবিবার জয়নগর বিধানসভার জয়নগর দু’নম্বর ব্লকের গড়দেওয়ানি অঞ্চলের মোল্লার চক বামনের চক গ্রামে স্থানীয় পঞ্চায়েত সদস্য কৌশিক সরদার, কাশীনাথ বর,অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ও জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখের যৌথ উদ্যোগে মহাপ্রভু জগন্নাথ দেবের মহা প্রসাদ বিতরণ করা হলো।

স্থানীয় হিন্দু মুসলিম নির্বিশেষে বাচ্চা থেকে বৃদ্ধ,বৃদ্ধা, মহিলা, মা,বোনেরা আবেগ ও উচ্ছ্বাসের সঙ্গে এদিন প্রসাদ গ্রহণ করলেন।সেই সাথে উদ্যোক্তারা এদিন প্রত্যেককে একটি করে জগন্নাথ মন্দিরের ছবি সহ ক্যালেন্ডার এবং খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছিলেন।এ ব্যাপারে উদ্যোক্তাদের পক্ষে শিক্ষক সাহাবুদ্দিন শেখ বলেন,এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলায় বিভেদের কোন জায়গা নেই।
সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ এই প্রসাদ পাওয়ার জন্য।এদিন এই মহা প্রসাদ গ্রহণ করলেন এক দিকে যেমন পাঁচু ঘুঘু, কবিতা বাঘ চন্দনা বর, অঞ্জনি বর, মিনতি ঢালী, কৌশিক সর্দ্দার, কাশীনাথ বরেরা অন্যদিকে তেমনি সালাম ঢালী, সেলিম শেখ, জাকির খান, রুপজান সরদার, ফয়জুল সর্দার, আমিনুদ্দিন সরদার -রা ও প্রসাদ নেন।আর এই মহাপ্রসাদের মধ্যে দিয়ে জয়নগরে সাম্প্রদায়িক নজির তৈরি হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে।