আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাত্র তিন মিনিটের ঘূর্ণিঝড়ে সর্বস্বান্ত রায়দীঘির দুটি গ্রামের তিরিশটি পরিবার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি : মাত্র তিন মিনিটের বিধ্বংসী ঝড়।আর তার জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার দুটি গ্রাম। ভাঙল একাধিক বাড়ি। বড় বড় গাছ উপড়ে ভেঙে পড়ল বহু জায়গায়। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে বিস্তীর্ণ এলাকার। ঝড়ের পরই পরিস্থিতি মোকাবিলার জন্য কাজে নেমে পড়ে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন।


নিম্নচাপের জেরে রাজ্যের দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলেও সোমবার রাত ভর বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আর এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়।এদিন সকাল ন’টা নাগাদ রায়দিঘির দুটি গ্রামের উপর দিয়ে বয়ে গেল ঝড়। অন্যান্য দিনের মতো এদিন সকালেই প্রাত্যহিক কাজকর্মে ব্যস্ত ছিলেন রায়দীঘির কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের গায়েনের ঘেরি ও কুমড়োপাড়া দুই গ্রামের বাসিন্দারা।

সেসময় ওই ঝড় বয়ে যায়। মিনিট তিনেকের ওই ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পুরো এলাকা। ঝড়ের বেগে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বহু বাড়ির টালির চাল ভেঙে পড়েছে। টিন ও অ্যাসবেসটরের চাল উড়ে গেছে। বহু বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। ঝড়ের তীব্রতায় ভেঙেছে বহু বিশালাকার গাছ। গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়েছে একাধিক জায়গায়। ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎহীন। গাছ পড়ে বহু রাস্তা আটকে পড়ে। ফলে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়দিঘি থানার পুলিশ,মথুরাপুর ২ নং বিডিও মহম্মদ নাজির হোসেন, রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও মহম্মদ নাজির হোসেন বলেন, ঝড়ের প্রভাবে দুটি গ্রামের ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েতকে ত্রাণ, শুকনো খাবার, ত্রিপল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল, ত্রাণ বিলির ব্যবস্থা করা হয়েছে।


বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করেছে বিদ্যুৎদপ্তরের কর্মীরা। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটার কাজ চলছে। রাস্তা পরিষ্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। ঝড়ের প্রভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা বলেন,ক্ষতিগ্রস্থ এলাকা আমি সরকারি আধিকারিকদের নিয়ে দেখলাম।

See also  কেমন কাটবে আপনার দিন

ক্ষতিগ্রস্থ মানুষদের আপৎকালীন ব্যবস্থা করা হয়েছে।ত্রিপল,শুকনো খাবার, জামাকাপড় দেওয়া হয়েছে।এর পরে পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া যায় ও ক্ষতিগ্রস্থদের পাশে থেকে কিভাবে সহায়তা করা যায় দেখছি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি