এশিয়া কাপের দলে নাম না থাকায় তীব্র ক্ষোভ উগরে দিলেন মহম্মদ শামি। তাঁর অভিযোগ, অনেকেই চান তিনি অবসর নিয়ে নিন। জাতীয় দলে তাঁকে নিয়ে নানারকম সমস্যা তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, শেষবার তিনি ভারতীয় জার্সি গায়ে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকেই জাতীয় দলে ফিরতে পারেননি এই অভিজ্ঞ পেসার।
বুধবার এক সাক্ষাৎকারে শামি বলেন, “আমার একমাত্র স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৩-এ খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ট্রফিটা আমাদের কপালে ছিল না।” এরপরেই ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমাকে নিয়ে কারোওর যদি সমস্যা থাকে সেটা আমাকে বলুক। মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?”

নির্বাচকদের উদ্দেশে শামির বার্তা, “যেদিন খেলতে ভালো লাগবে না, আমি সরে যাব। আপনারা আমাকে দলে নিচ্ছেন না, তবুও আমি কঠোর পরিশ্রম করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে না নিলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাব। কোথাও না কোথাও খেলবই। গত দু’মাস ধরে ট্রেনিং করেছি। ওজন কমিয়েছি। অনেক বেশি পরিশ্রম করেছি। ছন্দ ফিরে পাওয়া আর লম্বা স্পেলে বল করাটাই আমার লক্ষ্য।” তিনি আরও জানান, ব্যাটিং এবং ফিল্ডিং নিয়েও নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আসন্ন দলীপ ট্রফিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শামি। তবে এশিয়া কাপে তাঁকে রাখা হয়নি। জাতীয় দলের হয়ে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলেছিলেন তিনি এবং সেই আসরে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তবুও বারবার কেন তাঁকে দলে বাইরে রাখা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শামির বক্তব্যে ইঙ্গিত মিলছে, নির্বাচকদের রাজনীতির শিকার হয়ে হয়তো তাঁকে উপেক্ষা করা হচ্ছে। দলের বাইরে থাকার পেছনে কি নেকনজরে না থাকার ‘শাস্তি’ই দায়ী?