আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৪০ থেকে ৪ শতাংশে আনার চক্রান্ত হচ্ছে! বিস্ফোরক ; জয়প্রকাশ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- বিপদ যেন একদমই পিছু ছাড়ছে না ! চার পুরসভাতেও বড় ধাক্কা বঙ্গ বিজেপির ! ব্যাপক ব্যাবধানে বড় জয় তৃণমূলের ! এরপরেই সুর চড়ালেন জয়প্রকাশ মজুমদার ! গত কয়েকদিন আগেই বর্তমান বিজেপির দায়িত্বে থাকা নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি ! শুধু তাই নয়, একেবারে তাৎপর্যপূর্ণ ভাবে দুই থেকে তিনে নেমে এসেছে ! বিজেপির এই বরখাস্ত নেতা বলেন, গত ৪০ বছর ধরে বাংলার নির্বাচনের সঙ্গে সন্ত্রাস জড়িয়ে গিয়েছে ! সন্ত্রাস রুখতে কোনও রকম ভাবনা চিন্তা নেই ! বিজেপি নেতৃত্ব TMC – B হিসাবে কাজ কাজ করছে বলেও বিস্ফোরক অভিযোগ জয়প্রকাশ মজুমদার !

 

 

পুরানো দলকে বাদ দিয়ে দলকে কুক্ষিগত করতে চাইছে নতুন নেতৃত্ব ! চার পুরসভা ভোটে বিজেপির এত খারাপ ফলাফলের জন্যে বর্তমান বিজেপি নেতৃত্বকেই দায়ি করেছেন জয়প্রকাশ ! তাঁর মতে, ৪০ শতাংশ ভোটকে আবার ৪ শতাংশে নিয়ে যেতে চক্রান্ত করা হচ্ছে ! দিলীপ ঘোষের বক্তব্যকে তুলে বর্তমান রাজ্য নেতৃত্বকে তুলোধোনা জয়প্রকাশের ! কারোর কথা শুনছে না, এমনকি পার্টির নিচুতলার কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলেও দাবি প্রাক্তন বিজেপি নেতার ! উল্লেখ্য, এক সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ জানিয়েছেন বর্তমান রাজ্য নেতৃত্বের সঙ্গে দলের নিচুতলার কর্মীদের যোগাযোগ নেই !

 

 

অন্যদিকে নাম না করে অর্জুন সিংকেও আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘনিষ্ঠ এই নেতা ! ব্যারাকপুরে ২০২১ সালে তিনি সাংঘাতিক ভাবে ফেলিওর ! ছেলের সিট জেতা ছাড়া আর কিছুই হয়নি ! ভবানীপুরে উপ নির্বাচনে দায়িত্ব দেওয়া হলেও দলকে ডুবিয়েছেন, এরপর তাঁকে দায়িত্ব দেওয়া হলে কলকাতা পুরসভা পরিচালনার-সেখানেও ব্যর্থ ! বিধাননগরে দায়িত্ব দেওয়া থাকলে কোনও দিন আসেননি, বরং তাঁর আত্মীয়স্বজনকে অন্য দলে পাঠিয়ে দিয়ে নিজের রাস্তা পরিস্কার করছেন ! গত কয়েক মাস আগেও প্রধান বিরোধী শক্তি হিসাবে বাংলায় উঠে আসে বিজেপি ! কিন্তু যতদিন এগোচ্ছে তত বঙ্গ বিজেপিতে চওড়া হচ্ছে বিদ্রোহ ! সেটাই স্পষ্ট হলো আজ জয়প্রকাশের মন্তব্যে !!

See also  করোনা সংক্রমণ ঠেকাতে গ্রামের রাস্তায় ব্যারিকেড দেওয়া নিয়ে মারপিট - গ্রেফতার ১২

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি