আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুপার সাইক্লোন আছড়ে পড়ার পূর্বেই সুরক্ষার কারণে বন্ধ হলদিয়া বন্দর এর কাজ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব মেদিনীপুর :- আর কিছু ঘন্টা পরেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। সময়ের সাথে সাথেই সুপার সাইক্লোন এর রূপ নিচ্ছে যশ। আবহাওয়া দপ্তর এর মত অনুযায়ী বুধবার দুপুরের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে “যশ “। আম্ফান থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সর্বতো ভাবে তৈরি হচ্ছে যশ এর মোকাবিলায়। উপকূলবর্তী এলাকা যেমন হলদিয়া,দীঘায় বিপর্যয় মোকাবিলায় তৈরি এনডিআরএফ, এসডিআরএফ টীম গুলি।দীঘায় রয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি দল ও।দীঘা সহ হলদিয়ায় যশ এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে।

অন্য দিনের থেকে জলস্তর বৃদ্ধি পেয়েছে হলদি নদীর। রেড এলার্ট জারি করা হয়েছে,মাছ ধরার ট্রলার গুলি পাড়ে ফিরছে।কোলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে হলদিয়া বন্দর এর। মঙ্গলবার দুপুর 2 টর পর থেকে লোডিং আনলোডিং বন্ধ রাখা হচ্ছে।ক্রেন গুলিকে সুরক্ষিত করা হচ্ছে, যাতে কোনো প্রকার হানি না ঘটে। স্যাটেলাইট ফোন এর ব্যবস্থা করা হয়েছে যাতে মোবাইল ফোন এর নেটওয়ার্ক না থাকলেও অসুবিধার সম্মুখীন না হতে হয়। সর্বোপরি কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে 24 ঘন্টা নজরদারি চালানো যায়

 

See also  জোর কদমে পুজো প্রস্তুতি চলছে ভাতারের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড আমরা কজন পরিচালনায়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি