আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জলের তোড়ে ভেসে গেল কাঠের ব্রীজ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( রায়না ) :- পূর্ব বর্ধমানের রায়নার ওলিবাজারে প্রবল বর্ষণের ফলে জলের তোড়ে ভেসে গেল কাঠের ব্রীজ।এলাকার জনপ্রতিধিরা এলাকা পরিদর্শন করেছেন।এলাকার মানুষ আতঙ্কে আছেন; জল বাড়লে লাগোয়া শ্মশানচুল্লি তলিয়ে যেতে পারে।জলমগ্ন হতে পারে আরো বেশ কিছু এলাকাও।

রায়নার একলক্ষীতে দ্বারকেশ্বর নদীর সেতুর কাছেই দেবখালের উপর এই কাঠের সেতু। এটি দিয়ে গাড়ি ও মানুষ সবই পারাপার করে। বর্ধমান ও হুগলির অনেকগুলি গ্রামের মানুষ এর উপর ভরসা করেন।দ্বারকেশ্বর নদে জল প্রায় ষাট ফুট বেড়ে গেছে।প্রবল বর্ষণ আর জলের তোড়ে ভেসে যায় কাঠের সেতুটি।সাধারণ মানুষ ভীত। তারা মনে করছেন লাগোয়া শ্মশানচুল্লিও ভেসে যেতে পারে।এতে বিপন্ন হতে পারে বসতিও।

আজ বিডিও অনিশা যশ ; জয়েন্ট বিডিও পার্থসারথি রায় চৌধুরী ; পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহ সভাপতি আনসার আলি আলি ; পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন ও পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপপ্রধান আনিসুর রহমান খান বলেন; তারা প্রশাসনের সব স্তরে জানিয়েছেন। আরো জল বাড়লে এলাকার ক্ষতি হতে পারে। তবে তারা তৈরি আছেন।মানুষজনকে সতর্ক করছেন।প্রয়োজনে তাদের স্কুলবাড়িতে নিয়ে যাওয়া হবে।

See also  কাটোয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে দেওয়া করোনা হেল্পলাইন নাম্বার আজই লিখে রাখুন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি