প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বেহাল রাস্তায় ধান বোঝাই লরির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক থেকে পড়ে যাওয়া এক মহিলার ।মৃতার নাম তাপসী দাস (৪২)।তার বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার কেন্দুর গ্রামে । বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মাধবডিহির একলক্ষী – বর্ধমান রোডে । মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে । দুর্ঘটনার পরেই গা ঢাকা দেয় ধান বোঝাই লরির চালক ও খালাসী । পুলিশ ঘাতক লরিটি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে ,পরিচিতর বাইকে চড়ে তাপসী দাস এদিন রাতে মাধবডিহির উচালন থেকে একলক্ষীর দিকে যাচ্ছিলেন ।রাতের অন্ধকারে বেহাল রাস্তা দিয়ে যাবার সময়ে বাইকের চাকা গর্তে পড়ে গেলে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । ওই সময়ে উল্টো দিক থেকে আসছিল ধান বোঝাই লরিটি । বাইক আরোহীদের লরিটি ধাক্কা মেরে বসলে মহিলা বাইক থেকে লরির চাকার নিচে পড়ে যান । লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয় । বরাত জোরে বাইক চালক প্রাণে বেঁঁচে যান । দুর্ঘটনায় মহিলার মৃত্যুর পরেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ।