আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ধীরে ধীরে বন‍্যার জল নামছে আমতায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের অমরাগড়ি ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ধীরে ধীরে বন‍্যার জল নামছে, কমেছে। বিষধর সাপ ও পোকামাকড় এর উপদ্রব বৃদ্ধি পেয়েছে,জল কমার সঙ্গে সঙ্গে চর্ম ও জ্বর সর্দি কাশি রোগ দেখা দিয়েছে,জল ও কাদায় মাখামাখি অবস্থা চলছে সেই সঙ্গে পচা ও দূর গন্ধে জেরবার অবস্থা দেখা দিয়েছে।

এলাকার বিভিন্ন ধরনের পথঘাট অনেক অংশে নষ্ট হয়েছে।নীচু এলাকায় এখনো কোথাও কোথাও একগলা, একবুক থেকে একহাটু সমান বন‍্যার জল রয়েছে। বাড়ি, গৃহ, ডাঙ্গা থেকে বাইরে বের হতে,তাল গাছের ডোঁঙা, কলাগাছের ভেলা, অথবা সাঁতার কাটতে কাটতে নাজেহাল অবস্থা দেখা গেছে।মাছ,সাক, সবজি চাষের দফা রফা হয়েছে, নিম্ন মানের মাটির গৃহ, বিভিন্ন ধরনের পথঘাট বিদ্ধস্ত বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

See also  চাকরির নিরাপত্তা ও সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন অস্থায়ী কলেজ কর্মীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি