আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাতির গতিবিধি বুঝতে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার বেড়েছে সোনামুখী জঙ্গলের সৌন্দর্য 

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সাহিদুর রহমান ( বাঁকুড়া ) :- সোনামুখী জঙ্গল লাগোয়া মানিক বাজার , কওরাশলি , মুশলো , বেলডাঙ্গা , পাথরমোড়া সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের সারা বছরই কমবেশি হাতির আতঙ্কে রাত কাটাতে হয় । অনেক সময় হাতিকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় বনদপ্তরের আধিকারিকদের । আর সে কারণে হাতির গতিবিধি সঠিকভাবে নির্ণয় করার জন্য সোনামুখী জঙ্গলে তৈরি করা হয়েছে এই ” এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার ” যেখান থেকে সহজেই হাতির গতিবিধি অনুভব করা সম্ভব ।
Krishaksetu Bangla
বাঁকুড়া উত্তর বন বিভাগের আর্থিক সহযোগিতায় এবং সোনামুখী বনদপ্তরের উদ্যোগে সোনামুখী জঙ্গলে এই ” এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার ” তৈরি করা হয়েছে । এর ফলে বেড়েছে সোনামুখী জঙ্গলের সৌন্দর্য । বনদপ্তরের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সোনামুখী জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকার সাধারণ মানুষ । এর ফলে বনদপ্তরের আধিকারিকরা হাতির গতিবিধি সহজেই অনুধাবন করতে পারবেন এবং লোকালয়ে হাতির অনুপ্রবেশ রুখতে পারবেন ।
সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন , হাতির গতিবিধি অনুভব করতে এবং হাতি লোকালয়ে প্রবেশ করছে কিনা তা বুঝতে এই ” এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার ” তৈরি করা হয়েছে । যাতে করে আমরা আগে থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে পারি । তবে সাধারণ মানুষকে জঙ্গলে না আসার বার্তা দিয়েছেন তিনি ।
See also  পাড়ার কলে জল নিতে যাওয়ার দশম শ্রেণীর ছাত্রী কে কুটুক্তি করার অভিযোগ উঠলো পাড়ার যুবকের বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি