আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রোহিত-বিরাটের অবসরে শূন্যতা, গিলদের উপর আস্থা রাখতে পারছেন না রবি বিষ্ণোই?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই মহাতারকার বিদায়ী ম্যাচ নিয়ে প্রাক্তনদের ক্ষোভ থাকলেও সক্রিয় ক্রিকেটার রবি বিষ্ণোই এবার স্পষ্ট জানালেন, তাঁদের ‘শূন্যস্থান’ পূরণ করা কার্যত অসম্ভব। ফলে প্রশ্ন উঠছে, তবে কি শুভমান গিলদের উপর তাঁর ভরসা নেই?

ভারতের তরুণ স্পিনার খোলাখুলি বলছেন, “বিষয়টা চমকে দেওয়ার মতো ছিল। কারণ, আমরা সবসময় চেয়েছিলাম, ওরা মাঠ থেকেই বিদায় নিক। ওদের মতো কিংবদন্তিরা মাঠ থেকে বিদায় নিচ্ছে, সেটা দেখতেই ভালো লাগে। আর ওরা দুজন ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, আমার মতে এই মুহূর্তে তার ধারেকাছে কেউ নেই।”

বিষ্ণোই আরও যোগ করেন, “আমার মতে ওদের ভালো বিদায় সংবর্ধনা পাওয়া উচিত ছিল। আশা করি, ওয়ানডে ক্রিকেটে বিদায় মূহূর্তে সেটা হবে। যখন ওরা চাইবে, তখনই যেন বিদায় নিতে পারে। কারণ কেউ আগে থেকে বলতে পারে না, কে কখন অবসর নেবে। কিন্তু যখন ওরা অবসর নিল, তখন যেন আচমকা শূন্যতা তৈরি হয়েছে। সেটা পূরণ করবে কে?”

তবে ইংল্যান্ডের সাম্প্রতিক টেস্ট সিরিজে গিল দুর্দান্ত ব্যাটিং করে অনেকটাই রোহিত-কোহলির ফাঁক পূরণ করেছেন। তা হলে কি বিষ্ণোইর মন্তব্যে গিলের প্রতি আস্থাহীনতার ইঙ্গিত লুকিয়ে রয়েছে?

উল্লেখ্য, রোহিত ও বিরাটের হঠাৎ অবসরে বিস্মিত হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। তখন অনেকেই ধারণা করেছিলেন, বোর্ড হয়তো চাপ সৃষ্টি করেছিল। যদিও বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা স্পষ্ট করে বলেছিলেন, তাঁদের সিদ্ধান্তে কোনওরকম চাপ প্রয়োগ করা হয়নি। বরং অবসরের বিতর্কে বিরক্তিই প্রকাশ করেছিলেন তিনি।

See also  হাসিমুখে ভরল শিশু-আলয়ের দিন!রোটারি ক্লাবের ‘সক্ষম অঙ্গনারী মিশন’-এ খুশির রঙ ছোট্টদের জীবনে!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি