তিন দিনব্যাপী এক “ফুটবল প্রতিযোগিতা”র ফিক্সচার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল জেলাসহ রাজ্যে। বাংলার বিভিন্ন ক্লাব সেই ফিক্সচার দেখে খেলায় অংশগ্রহণের জন্য যোগাযোগ করে। কিন্তু শেষমেশ জানা গেল—সবটাই ছিল এক প্রতারণার খেলা!
গোঘাটের রিয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছিল তথাকথিত তিন দিনব্যাপী “ফুটবল ধামাকা” প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ফিক্সচারে উল্লেখ ছিল প্রাইজ মানি— পাঁচ লক্ষ টাকা। এই টুর্নামেন্টের পরিচালনায় বলা হয়েছিল “সরেন স্পোর্টিং ক্লাব”-এর নাম।


কিন্তু হঠাৎই সন্দেহ দেখা দেয় কিছু ক্লাবের মধ্যে। তারা মাঠে গিয়ে তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে—পুরো খেলার আয়োজনই ভুয়ো!
অভিযোগ, উদ্যোক্তা হিসেবে পরিচয়দানকারী “সরেন স্পোর্টিং ক্লাব”-এর একদল প্রতারক জেলার বিভিন্ন ফুটবল ক্লাবের কাছ থেকে ১৫,০০০ টাকা করে এন্ট্রি ফি আদায় করেছিল।
ক্লাবগুলি টাকা দেওয়ার পর জানতে পারে, কোনও সরকারি বা অনুমোদিত সংস্থার কাছে এই টুর্নামেন্টের অনুমতি ছিল না।ঘটনার পর প্রতারিত ক্লাবগুলি গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ফুটবলের নামে প্রতারণার এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা এলাকায়।







