আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সংসদে বিরোধী সদস্যদের সাসপেন্ড করা নিয়েসরব হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান

সংসদে বিরোধী সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিয়ে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন পূর্ব বর্ধমানের বাদুলিয়ায় মিলন মেলার উদ্বোধন করতে এসে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, কেন্দ্রের স্বৈরনীতির সরকার দমনমূলক নীতি নিয়ে চলছে। বিরোধীতার সব স্বরকে স্তব্ধ করার চেষ্টা চলছে। এর আগে সংসদে সরব হবার জন্য মহুয়া মিত্রকে বহিষ্কার করা হয়েছে।

এবারে সংখ্যা বাড়ল।মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া নিয়ে সিপিএমের সেটিং তত্বের বিরুদ্ধেও সরব হন তিনি।
তিনি বলেন ; এ জন্যই বাংলার মানুষ ওদের প্রত্যাখান করেছেন।শুভেন্দু অধিকারী যে বলেছেন মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, তাই বালুর মত কেউ বলি হবেন। তিনি বলেন, এজেন্সিরা তো ওদের শাখা। তাদের কর্মকর্তা হিসেবে শুভেন্দু নিদান দিচ্ছেন।

মিলন মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও স্বপন দেবনাথ,রায়নার বিধায়ক শম্পা ধাড়া,জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,সহ সভাধিপতি গার্গী নাহা সহ অন্যান্যরা।

See also  রাজনীতি ছেড়ে উৎসবের আনন্দে রায়নায় পূজা দিলেন ও মাছ ধরলেন দিলীপ ঘোষ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি