সারা বিশ্ব জুড়ে করোনা ভয়াবহতার মধ্যে,সম্প্রতি ঘটে যাওয়া সুপার সাইক্লোন আমফান বিপর্যস্ত দুঃস্থ ৫০০জন মানুষের দুপুরে খাদ্যের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন শ্রী জয়ন্ত ভদ্র।তার এই মানবিক পরিচয়ে সবাই খুশি।মহান উদেশ্যে আজ থেকে চলবে ২৭/০৬/২০২০ তারিখ পর্যন্ত।তার এই প্রচেষ্টায় এগিয়ে এলেন, মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়(অধ্যক্ষ ,পশ্চিমবঙ্গ বিধানসভা), মাননীয় শ্রী নির্মল মন্ডল (বিধায়ক,পশ্চিমবঙ্গ বিধানসভা), মাননীয় শ্রী অভিসেক বন্দ্যোপাধ্যায় (সাংসদ, লোকসভা) , মাননীয়া মিমি চক্রবর্তী (সাংসদ,লোকসভা) ও মাননীয় শুভাশীষ চক্রবর্তী (সাংসদ,রাজ্যসভা) ,
মাননীয় শওকত মোল্লা ( দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি) অনুপ্রেরণায় ও বারুইপুর S.D.O মাননীয়া দেবারতী সরকারের সহযোগিতায় ও অঞ্চল সভাপতি অভিজিৎ রায় এর উপস্থিতিতে এবং দঃ২৪পরগণা জেলা পরিষদের উপাধ্যক্ষ মাননীয় শ্রী জয়ন্ত ভদ্র মহাশয়ের অক্লান্ত উদ্যোগে সাউথ গড়িয়া অঞ্চলের ,ভাঁটা বুঠে গ্ৰামে কমিউনিটি কিচেন এর মাধ্যমে প্রতিদিন ৫০০জন দুঃস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া হবে।শ্রী জয়ন্ত ভদ্র বল্লেন লকডাউনে ও আমফন ঝড়ে ক্ষয় ক্ষতি মানুষের পাশে আছি থাকবো।আমার এলাকায় কেউ জেন অভুক্ত না থেকে।