আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বদলে গেলো ফেসবুকের নাম

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বদলে গেলো ফেসবুকের নাম। এবার ফেসবুকের নতুন নাম হল মেটা।এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের অভিভাবক সংস্থা ছিল ফেসবুক। ২৮ অক্টোবর ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে নতুন নাম ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। একই সঙ্গে রূপে আত্মপ্রকাশ ঘটল ফেসবুকের। ফেসবুকের জনপ্রিয় লোগো লাইক বা থাম্বস আপ পরিবর্তিত হয়ে হল মেটার “এম” আকৃতির মতো। ইতিপূর্বে নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করার কথা প্রকাশ করেছিলেন জুকারবার্গ।

ফেসবুকের আওতায় বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া থাকার কারণে ফেসবুক নামটি পরিবর্তন করা হয়। সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক কার্যকারিতা অনেক দূর বিস্তৃত করেছে। তবে শুধু নাম বদলই নয়, মেটাভার্সের ফলে ১০ হাজর কর্মসংস্থানও হবে বলে জানানো হয়েছে। ফেসবুকের পরিধির বিস্তারকে সঠিক ভাবে প্রকাশ করবে এমন নামই বেছে নিলেন মার্ক জুকারবার্গ।

ফেসবুকের অন্তর্গত অনেকগুলি সোশ্যাল মিডিয়া থাকায় ফেসবুক নামটি বদলানোর কথা তখনই শুরু হয়। আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হিসাবে ফেসবুক বাজারে এলেও এখন ফেসবুকের কার্যকারিতার পরিধি দিগন্ত বিস্তৃত। তাই হয়তো মার্ক জুকারবার্গ সংস্থার এমন এক নাম দিলেন যা শুরুতে ২০০৪ সালে ফেসবুকের নাম ছিল “দ্য ফেসবুক ডটকম”। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন করে নামকরণ করা হয় “ফেসবুক”।

See also  রেল পুলিশের তৎপরতায় ফের পাচারের আগেই বেশকিছু টিয়াপাখি সহ গ্রেফতার পাচারকারী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি