আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চাইল্ড লাইন ও মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগে নাবালিকা ফিরে গেল তার বাড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমিরুল ইসলাম ( মঙ্গলকোট ) :- পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের জালপাড়ার এক যুবক ভাতারের মাহাতা গ্রামের এক 16 বছরের নাবালিকাকে ভুল বুঝিয়ে নিয়ে চলে আসে তিন দিন আগে।
ওই নাবালিকার মা বিষয়টি চাইল্ড লাইন কে জানাই।
আজ মঙ্গলকোট থানার বিশাল পুলিশবাহিনী ও চাইল্ড লাইনের আধিকারিকরা ওই নাবালিকাকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেন।

জানা গেছে তিন দিন আগে ওই নাবালিকা বাড়িতে কিছু না বলে মঙ্গলকোটের জালপাড়া চলে যায়।
আজ প্রশাসনের তরফ থেকে ওই নাবালিকাকে তার মা বাপের হাতে তুলে দেয়া হয়েছে।
চাইল্ড লাইনের আধিকারিক অরূপ সাহা জানান, আমাদের কম্প্লান নাম্বারে ফোন করে জানানো হয়েছিল যে ভাতারের মাহাতা গ্রামের এক নাবালিকা মঙ্গলকোটের জাল পাড়ায় রয়েছে আমরা তৎক্ষণাৎ জালপাড়া এগিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে ওর বাবা মায়ের হাতে তুলে দিলাম।

 

See also  ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের 150 ঘরছাড়া বিজেপি কে ঘরে ফেরালেন বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি