আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবার পর্যটকদের ক্যামেরাবন্দি হল সুন্দরবনের মহারাজ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনে ঘুরতে এসে আবার রবিবার দর্শন মিললো সুন্দরবনের মহারাজের। ডোরাকাটা দেখে উচ্ছ্বাসিত পর্যটকেরা। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতা থেকে ১৬ জনের পর্যটকদের একটি দল শনিবার কুলতলির কৈখালী এলাকায় ঘুরতে আসে। রবিবার সকালে বৈধ অনুমতি পত্র নিয়ে বনি ক্যাম্পে যান পর্যটকের দলেরা। বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ার এর উপর থেকে জঙ্গল দর্শন করার সময় পর্যটকদের ক্যামেরা বন্দী হয় দক্ষিণ রায়। সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকেরা।

ভ্রমণ পিপাসু বাঙালিদের শীতের মৌসুমে ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন সুন্দরবন। প্রতিবছর শীতের মৌসুমে সুন্দরবনে ঘুরতে আসে পর্যটকেরা। পর্যটকদের সুন্দরবনের ঘুরতে আসার অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। সকল পর্যটকের ভাগ্যে সেই দুর্লভ সৌভাগ্য না জুটলেও কিছু কিছু পর্যটকদের ভাগ্যে এই দুর্লভ সৌভাগ্য জোটে। রবিবার পর্যটকদের দলের নজরে পড়ে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে বনি ক্যাম্পে বনদপ্তরের তৈরি করা মিষ্টি জলের পুকুরে জল খেতে। কয়েক মুহূর্তের সেই দুর্লভ দৃশ্য পর্যটকদের ক্যামেরাবন্দি হয়।।

এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা বন আধিকারিক (DFO) নিশা গোস্বামী বলেন, সুন্দরবনের বাঘেদের জন্য বনদপ্তরের পক্ষ থেকে সুন্দরবনের জঙ্গলে মতনই বনি ক্যাম্পেও একটি জলাশয় রাখা হয়েছে এই জলাশয়ে অন্যান্য বন্যপ্রাণীদের পাশাপাশি বাঘও প্রায় সময় জল খেতে আসে। সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের মাধ্যমে সম্পূর্ণ জঙ্গল যেমন দেখা যায় তেমনি এই জলাশয় দেখা যায় এই জলাশয় অন্যান্য প্রাণীরা ও জল খেতে আসে যেমন হরিণ থেকে শুরু করে অন্যান্য বন্যপ্রাণীরা। পর্যটকদের সৌভাগ্য থাকলে পর্যটকদের বাঘেরও দর্শন মেলে।আর তা দেখতে পেয়ে খুশি পর্যটকরা।

See also  ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত আবু বকর পুলিশের জালে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি