আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোতুলপুড়ে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিহাস গ্রামে ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সিহাসের শ্যামপুর গ্রামের বাসিন্দা – ( বংশী রায়ের ) গোয়াল বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় , গোয়ালঘরটি লম্বায় দৈর্ঘ্য প্রায় ৩০ হাত ,

 

## এলাকার মানুষ এর কাছ থেকে জানা যায় সকালে গোয়াল ঘর পরিষ্কার করার জন্য গ্রামের মানুষরা গোবরের – ঘুটে পাঁস ব্যবহার করে থাকেন আর এই পাশেতেই নাকি কাল হয়েছে এই ঘটনায় ।

 

পাসে থাকা আগুন থেকে ধীরে ধীরে গোয়ালের খড়কুটোতে লাগে। পরক্ষনের মধ্যে গোয়ালে আগুন ছড়িয়ে পড়ে,# স্থানীয় মানুষেরা এসে আপ্রাণ চেষ্টা করলেও গোয়াল ঘর বোরো হওয়ার জন্য আগুন নেভানোর সম্ভবকর হয়নি। # তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড দপ্তরে, ফায়ার ব্রিগেড এসে পৌঁছায় প্রায় 10 টা নাগাদ।

 

 

 

স্বাভাবিক ভাবে যথেষ্ট দেরিতে পৌঁছেছে ফায়ার ব্রিগেডের গাড়ি,এলাকার সাধারণ মানুষ বলছেন কোতুলপুরে যদি ফায়ার ব্রিগেড অফিস থাকতো তাহলে আজ বংশী বাবুর গোয়ালবাড়ীটি পুরোপুরি ভাবে পুড়ে নষ্ট হয়ে যেত না।

 

 

কোতুলপুরবাসী বারংবার ফায়ার ব্রিগেড অফিস করার জন্য বারে বারে নানান দপ্তরের দ্বারস্থ হয়েছেন , কিন্তু তা এখনো পর্যন্ত কোতুলপুরে কার্যকর হয়নি —

 

 

## এখন দেখার বিষয় এই ক্ষতির পরে কি সরকারের মাথা চাড়া দেবে , অপেক্ষা করছেন কোতুলপুর বাসী —

 

 

See also  'বাঁকুড়ার গান্ধী বুড়ি' নামে খ্যাত বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ননীবালা গুহকে স্মরণ করলেন গ্রামের মানুষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি