আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লজ্জা ঢাকতে শ্বশুর বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে তাদের ঘনিষ্ঠ ভাবে লিপ্তের ছবি দেখিয়ে স্বামীকে অপমান ও স্বামীর সামনেই প্রেমিকের সাথে বাইকে চড়ে বাড়ি ছাড়াই,সমাজে নিজের লজ্জা ঢাকতে শ্বশুর বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন স্বামী,ঘটনাটি কালনার স্বাসপুর গ্রামের,মৃতের নাম সুদেব দে,তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হসপিটালে পাঠায় কালনা পুলিশ ।

১৮ বছর আগে কালনার বাঘনা পাড়ার খাস পুর গ্রামের মেয়ে টুম্পা দে এর সাথে প্রেম ভালোবাসা করে বিয়েহয় গ্রামেরই এক যুবক সুদেব দে এর সাথে,দুই জনের একটি কন্যা সন্তান আছে,কর্ম সূত্রে টুম্পার বাবা গ্রাম ছেড়ে কালনা শহর লাগুয়া শ্বাস পুর গ্রামে বসবাস শুরু করেন,সুন্দর দেখতে টুম্পার দিনকে দিন উচ্চ আখাঙ্কাও বাড়ে,কয়েক কয়েক সপ্তাহের আগে শ্বাসপুর গ্রামের এক যুবকের সাথে পর পর দুইবার পালিয়ে যাই ।

বুঝিয়ে বাঝিয়ে তাকে ঘরে ফিরিয়ে এনে সুদেব বাবু ফের সংসার বাধে,কিন্তু মন পড়ে থাকে প্রেমিকের দিকে,প্রেমিকের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে স্বামীকে অপমান করে টুম্পা,এরপর স্বামীর সামনেই প্রেমিকের সাথে তার বাইকে চড়ে ঘর ছাড়েন টুম্পা,গ্রাম বাসীদের কাছে ভীষণ অপমানিত ও লজ্জায় পরেজান সুদেব,গতকাল রাতে সমাজের সামনে নিজের লজ্জা ঢাকতে শ্বশুর বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সুদেব ।

See also  পুলিশকে দিয়ে জুতো চাটা করাবোই বলে ফের হুঁশিয়ারী দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি