কৃষ্ণ সাহা ( উচালন ) :- উচালন সূর্যসেন স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব এর পরিচালনায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। উচালন দিঘির পারে উচালন মাঠে আজকের এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। প্রায় মাসখানেক ধরে চলার পর আজ এই খেলার ফাইনাল পর্ব। ফাইনাল রাউন্ডে বর্ধমান একাদশ এবং ইন্দাস ফিটনেস গ্রুপ অংশগ্রহণ করে।
বর্ধমান একাদশ আজকের এই ফুটবল খেলায় 1-0 গোলে বিজয়ী হয়। ফাইনাল খেলায় যারা জয় লাভ করেছে অর্থাৎ বিজয়ী ফুটবল টিম কে পুরস্কার স্বরূপ ৮০০০ টাকা এবং একটি ট্রফি দেওয়া হয়েছে। এছাড়াও যে দল বিজিত অর্থাৎ ইন্দাস ফিটনেস গ্রুপ তাদের হাতে ৫০০০ টাকা এবং একটি ট্রফি তুলে দেওয়া হল।
বেস্ট অফ দ্যা ম্যাচ এর হাতে আলাদাভাবে পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হয় বলে জানালেন উচালন সূর্যসেন স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব এর বর্তমান সম্পাদক গোবিন্দ ঘোষ। আজকের এই ফুটবল টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়না ৪ নম্বর চক্রের অবড় প্রাথমিক বিদ্যালয়ের এস আই সুশান্ত ঘোষ, উচালন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাত রঞ্জন রক্ষিত, উচালন বিদ্যালয়ের মাননীয় প্রেসিডেন্ট বিনয় মুখার্জী, বিশিষ্ট সমাজ সেবি হাসিবুর রহমান থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ।