আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কানাইপুরে স্কুল থেকে কোয়ারেন্টাইন সেন্টার অন্যত্র সরানোর দাবিতে ডেপুটেশন দিলো সিপিআইএম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
শুভজিৎ ঘোষ , হুগলি – 
করোনা ভাইরাসের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের।আক্রান্তের সংখ্যা বাড়ছে।এই পরিস্থিতিতে হুগলি জেলার কোন্নগরের কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের কাছে কোয়ারেন্টাইন সেন্টার সরানোর দাবিতে ডেপুটেশন জমা দিলো সিপিআইএম।কানাইপুর হাই স্কুলে কানাইপুরের বাসিন্দা যারা ভিনরাজ্য থেকে এসেছে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যে সেখানে ১৫ জন পরিযায়ী শ্রমিক থাকছেন।সিপিআইএম নেতারা এদিন জানান যে স্কুলে পরিযায়ী শ্রমিকদের রাখা হচ্ছে সেটা জনবসতিপূর্ণ এলাকা।এছাড়া সেখানে যারা থাকছে তারা ঠিক ভাবে খাবার পাচ্ছে না।
তাদের যাতে ঠিক ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পঞ্চায়েত ও যদি এই কোয়ারেন্টাইন সেন্টারটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয়েছে।
অপরদিকে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন কানাইপুর হাই স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়নি।এটা শুধু একটি সেল্টার হোম।যারা কানাইপুরের বাসিন্দা লক ডাউনের জন্য ভিনরাজ্যে আটকে গিয়েছিল তারা এখন ফিরছে তাই তাদের এই স্কুলে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।তবে এটা অন্যত্র সরানোর ভাবনাচিন্তা নেই।পঞ্চায়েত মানুষের ভালোর জন্যই কাজ করছে।
See also  আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে গেলেন মহিলা ট্রাকচালক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি