আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খুঁটি পুজোর মধ্য দিয়ে বালুরঘাটে সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের কালীপুজোর প্যান্ডেল তৈরির সূচনা হলো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কালীপুজোগুলোর মধ্যে অন্যতম হলো বালুরঘাটে সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের পুজো। প্রতিবছরই এই ক্লাবের কালী পুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়, সেই কারণে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এবছর এই ক্লাবের ৬০ তম বর্ষ বা হীরক জয়ন্তী বর্ষ।

৩রা অক্টোবর দুপুর একটায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়ে জোর কদমে এবছরের প্যান্ডেল তৈরির পাশাপাশি পুজোর প্রস্তুতিপর্ব শুরু হলো। এবছর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কোলকাতার নিউ টাউন সার্বজনীন ক্লাবের দুর্গাপুজোর “মায়ের পায়ে রাঙা জবা” – এই থিমের আঙ্গিকে বালুরঘাটের চক্রবর্তী ডেকোরেটার্সের প্যান্ডেল।

পুজোতে ক্লাবের পক্ষ থেকে চন্দননগরের আলোকসজ্জা নিয়ে আসার চিন্তাভাবনা করা হয়েছে। ক্লাবের কালী মন্দিরের প্রতিমা তৈরি করছেন বাবু পাল, পাশাপাশি বালুরঘাটের চকভৃগুরু উত্তম পালকে দিয়ে প্যান্ডেলের প্রতিমা তৈরি করার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে।

See also  বটুকেশ্বর দত্তের জন্ম দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি