উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা মেনে মঙ্গলবার জয়নগর ১ নং ব্লকের দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের ২২ নং বুথের বাবা ঠাকুরতলা এলাকায় শীতল পানীয় জলের মেশিন চালু করা হলো।এদিন ফিতে কেটে এই জলের মেশিনের শুভারম্ভ করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।
এছাড়া উপস্থিত ছিলেন দ: বারাশত পঞ্চায়েত প্রধান জয়ন্তী হালদার সহ আরো অনেকে।পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতি এই মেশিনটি রুপায়নের কাজ করে।এদিন বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,এলাকার মানুষের এই জলের দাবি ছিলো। তাই দ: বারাশত পঞ্চায়েতের প্রায় সব বুথে এই শীতল পানীয় জলের মেশিন বসানো হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এলাকায় উন্নয়নের কাজ চলছে।








