আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিয়োগ না পাওয়া টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতেপ্ল্যাকার্ড হাতে খাড়া হতেই হুলস্থুল পড়লো বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায়।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৬ আগষ্ট

টেট উত্তীর্ণ হয়েও আজ অবধি মেলেনি শিক্ষকতার চাকরি।নিয়োগের দাবির কথা তুলে ধরতে টেট উত্তীর্ণরা মঙ্গলবার বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভাস্থলে পৌছে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় বক্তব্য রাখার সময়েই নিয়োগের দাবির কথা লেখা প্ল্যাকার্ড হতেনিয়ে তাঁরা সভামঞ্চের সামনে দাঁড়িয়ে পড়েন।তাতেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার তাল কাটে।ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সভায় বক্তব্য রাখা বন্ধ করেদেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত আসরে নামে পুলিশ।টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের কাছ থেকে প্লাকার্ড কেড়েনিয়ে ও আবেদনপত্র জমা নিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয় । এরপর মুখ্যমন্ত্রী পুণরায় বক্তব্য রাখা শুরু করেন।

দুই বর্ধমান জেলাকে নিয়ে এদিন বর্ধমানের মিউনিসাপাল বয়েজ স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করেন । দুই জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিক ছাড়াও রাজ্যের এক ঝাঁক মন্ত্রী ও বিধায়ক ওই প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন । সভা শুরুর অনেক আগে থেকে সভামঞ্চের একেবারে সামনের দিকে একে একে এসে বসে পড়েছিলেন টেট উত্তীর্ণ একদল চকরিপ্রাথী ।তাঁরা যে টেট উত্তীর্ণ এবং তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের দাবির কথা তুলে ধরতে এসেছেন, তা তাঁরা কাউকে বুঝতেই দেনরনি।

সভাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও কিছু টের পান নি। মুখ্যমন্ত্রী সভা শুরুর কিছু সময় পর হঠাঁতই তাঁরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ে তাঁদের দাবির কথা তুলে ধরতেই হুলস্থুল পড়ে যায়।

এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থলে পৌছে অবিলম্বে নিয়োগের দাবির কথা তলে ধরা চাকরিপ্রার্থী আয়েষা খাতুন বলেন,“আমরা সবাই পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা।আমরার২০২২ এর প্রাথমিকে টেট উত্তীর্ণ। স্বচ্ছভাবে আমরা পাশ করেছি।কিন্তু আজ অবধি আমদের নিয়োগ হয়নি।আমরা চাই , চেয়ারম্যানের ঘোষণা মত ৫০ হাজার শূন্যপদে আমাদের নিয়োগ করা হোক।“এই দাবি কথা মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরতেই আমরা সভায় এসে ছিলাম। আমরা সভা ভণ্ডুল করতে আসিনি। আমাদের প্রত্যাশা রয়েছে মুখ্যমন্ত্রী নিশ্চই আমাদের আবেদনে সাড়া দেবেন।

See also  তেহট্টে প্রধানের স্বামী পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, প্রতিবাদ শাসকদলের

অপর চাকরিপ্রার্থী রেহানু খাতুন বলেন,“মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি বক্তব্য পৌঁছানো খুবই কঠিন। তাই আমরা আমাদের আবেদনের কাথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে এদিন বর্ধমানের প্রলাসনিক
সভাস্থলে পৌছে ছিলাম । মুখ্যমন্ত্রী আমাদের আবেদনের কথা জানতে পেরেছেন এতে আমরা খুশি। আশাকরি এবার আমাদের কিছু একটা হিল্লে হবে। সভার শেষে পুলিশ পাহারা দিয়ে আমাদের বাইরে বার করে দিয়েছে। খারাপ কোন ব্যবহার কারুর থেকে পান নি বলে টেট উত্তীর্ণরা জানিয়েছেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি