বাদশা সেখ(পূর্বস্থলী) – গ্রাহকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে ভোটপর্ব মিটতেই ফের রান্নার গ্যাসের দাম বাড়ানো হল। সাধারণ মানুষের আশঙ্কা, কিছুদিনের মধ্যেই গ্যাসের দাম হাজার টাকা ছোঁবে। গ্যাসের দাম লাগামহীনভাবে বাড়ায় সাধারণ মানুষও রীতিমতো ক্ষুব্ধ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগাতেই রাজনৈতিক দলগুলি এখন ময়দানে নেমে পড়েছে।
সামনেই বিধানসভা ভোট। তার আগে পেট্রল, ডিজেল , রান্নার গ্যাসের লাগাতার দাম বৃদ্ধি ইস্যু করতে চলেছে শাসক দল। তাই ইতিমধ্যেই রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মনোনীত প্রার্থী স্বপন দেবনাথ মহাশয়কে জয়যুক্ত করার জন্য জোরা ফুল চিহ্নে ভোট দিন এই স্লোগান শুনতে পাওয়া যায়,,
পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মিছিল করা হয়,,
উপস্থিত ছিলেন নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান খয়রাত আলী সাহানা,নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের সভাপতি জয়দেব বরুই, জেলা পরিষদের মেম্বার মিঠু দাস, নবকুমার কর, রাজকুমার পান্ডে , পরিমল দেবনাথ সহ অন্যান্যরা।