বৃহস্পতিবার সকালে দামোদর নদ থেকে উদ্ধার হল নিখোঁজ থাকা 10 বছরের কিশোরের দেহ। রানীগঞ্জের সাহেবগঞ্জ এলাকার ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় রাণীগঞ্জ বল্লভপুর ফাড়ি এলাকার সাহেবগঞ্জ বাইপাসের বাসিন্দা পেশায় গাড়িচালক প্রসন্ন দাসের ছেলে শুভদীপ দাস। বুধবার সকাল থেকেই খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বিকেল গড়িয়ে গেলেও ওই কিশোর বাড়িতে না ফেরায় সকলেই খোঁজাখুঁজি শুরু করে।
রাণীগঞ্জ বল্লভপুর ফাঁড়ির পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে মৎস্যজীবীদের নিয়ে লাগোয়া এলাকার পুকুরে খোঁজ তল্লাশি চালায়। যদিও দীর্ঘ খোঁজ তল্লাশির পর কোন কিছুই মেলে না সেখানে। এরপরই বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের সাহেবগঞ্জ লাগোয়া দামোদর নদের ওই কিশোরের দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা এ বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসন ও ওই কিশোরীর পরিবারের সদস্যদের জানালে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দৃশ্যতই বারের এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই কিশোর তার এক বন্ধুর সাথে নদীতে স্নান করতে গিয়ে এই ঘটনা ঘটায়। তার বন্ধু ভয়ে আতঙ্কে বাড়ির কাউকে না জানা নেই সকলেই অন্ধকারে থাকে ওই কিশোর কে নিয়ে। অবশেষে বৃহস্পতিবার তার দেহ মেলায় হতাশায় ভেঙে পড়ে এলাকার বাসিন্দারা। জানা গেছে ওই কিশোর রানীগঞ্জ খিষ্টান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।