কেশবপুর: আজ কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কাইতি অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানে শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও সৌহার্দ্যের বার্তা উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না–৪ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় বিপ্লব নন্দী মহাশয়, এডুকেশন সুপারভাইজার মাননীয় শরৎ কোলে মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সেখ আইনুল হক মহাশয় এবং চক্রের দুই বিশিষ্ট প্রাক্তন ক্রীড়ানুরাগী শিক্ষক মাননীয় বনমালী সাঁই ও মাননীয় বিকাশ নন্দী মহাশয়।
এছাড়াও বর্ধমানের সম্পর্ক গ্রুপের পক্ষ থেকে বিজয়ী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে একটি করে মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়, যা পরিবেশ সংরক্ষণের এক সুন্দর বার্তা বহন করে। দিনভর বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।







