আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

টেট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা। কতটা আশাবাদী??

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা : রায়না :- আজ ১১ ডিসেম্বর রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশনের পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের সঙ্গে নিয়ে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা। আশেপাশের যা শান্ত পরিবেশ তাতে নির্বিঘ্নেই পরীক্ষা হবে বলে মনে করছেন অভিভাবকরা।

 

এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে তারাও যথাযথ সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসার ছাত্র-ছাত্রীদের এবং তাদের অভিভাবকদের যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, মোট ১ হাজার ৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হবে।

 

পরীক্ষায় বসবেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ ও বাহির পথে সিসিটিভি লাগানো থাকবে। পাশাপাশি পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা করা বাধ্যতামূলক। ১২টা থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত পরীক্ষা চলবে। একদিকে টেট উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নিয়োগের দাবিতে।

 

অন্যদিকে আজ টেট পরীক্ষা। আন্দোলনকারী টেট উত্তীর্ণদের দেখে উৎসাহিত পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা এমনটাই জানালেন অঙ্কিতা সুর।

 

See also  মঙ্গলকোটের পালিশগ্রামে তৈরি হচ্ছে নেপা কাঠি দিয়ে ঝাঁটা, সেই কারখানা পরিদর্শন করলেন আজ বিডিও।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি