আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্যানিং এ ভয়াবহ পথ দূর্ঘটনা, আহত তিন জন ভর্তি কলকাতার হাসপাতালে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং: ক্যানিং এ ভয়াবহ পথ দূর্ঘটনা, আহত তিন।সোমবার গভীর রাতে ঘটে গেল এই বাইক দুর্ঘটনা। গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন।জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকার মৌখালীর কাছে দ্রুতগতির বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্রুত গতিতে আসা বাইকটি পথচারীকে ধাক্কা মেরে কার্যত উড়ে যায়। ধাক্কা মারে একটি ঘরের দেওয়ালে।

আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।জানা গিয়েছে, আহতরা হলেন সারফাত মোল্লা, বাইক চালক শাকিল মোল্লা ও বাইক আরোহী আরমান মোল্লা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাকিল মোল্লা ও আরমান মোল্লা ভাঙ্গড় থানার চন্দনেশ্বর থেকে ক্যানিংয়ের মৌখালি ব্রিজে ঘুরতে এসে ছিলেন। সেখান থেকে ঘুরে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা সারাফত মোল্লাকে সজোরে ধাক্কা মারে বাইকটি এরপরেই তাঁরা রাস্তায় লুটিয়ে পড়েন।

ঘটনা দেখে প্রথম হকচকিয়ে যান সকলেই।এরপর তিন জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।কিন্তু ওই তিনজনের অবস্থার আরও অবনতি হলে, তাদের কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মঙ্গলবার ও সেখানে চিকিৎসা চলছে তাদের।এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বাইকটি এতটাই দ্রুতগতিতে আসছিল যে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  স্বাস্থ্যকেন্দ্রে লোডশেডিং হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন রুগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি