আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের ফাগুপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১০, আহত কমপক্ষে ৩৬

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ফেরিঘাট-ফাগুপুর এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা! হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন পূর্ণার্থীর। আহত হয়েছেন অন্তত ৩৬ জন, যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তারকেশ্বর থেকে বিহারের উদ্দেশ্যে ফিরছিলেন পূর্ণার্থীরা। পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পূর্ণার্থীদের বহনকারী একটি মিনি বাস। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই বহু যাত্রী গুরুতর জখম হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জী। আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্বসহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন পূর্ণার্থীদের পাশে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে কোনোভাবেই যানবাহন পার্কিংয়ের অনুমতি দেওয়া উচিত নয়, কারণ এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

See also  এবার অনুব্রত মণ্ডল না বলে বসে আমি বিজেপিতে যোগ দেব- বললেন সৌমিত্র খাঁ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি