কৌশিক ঘোষ, উত্তর চব্বিশ পরগনা: ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর উদ্যোগে ১৫,আগষ্ট, মঙ্গলবার সকাল থেকে সোদপুর রেলওয়ে পার্ক রিক্রেয়শান ক্লাব প্রাঙ্গনে তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। সকালে ৭৭ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, শহীদ স্মরণের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হল।
বিকাল অবদি এই টেকনিক্যাল ওয়ার্কশপ চলে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাতে উপহার হিসাবে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হলো।ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সভাপতি সুবীর দত্ত ,কর্ণধার অম্বরিশ নাগ বিশ্বাস, রিঙ্কু নাগ বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে স্থানীয় জলাধারের পার্শবর্তী স্থানে বেশ কিছু গাছের চারাও রোপন করা হলো সংগঠনের পক্ষ থেকে।