আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা বিধি মেনে তর্পন অনুষ্ঠান

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান

প্রসঙ্গত, তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে, এর মানে সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে জল নিবেদন করে তাঁদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। বংশের যে সকল‌ পিতৃপুরুষ পরলোক গমন করেছেন, তাঁদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক স-তিল জল (তিল মেশানো জল) দান করে সাধারণত পুত্রসন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন।

 

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে কোভিড বিধি মেনে সতর্কতার সাথে পালন করা হলো আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অস্থি বিসর্জন ও পিতৃপুরুষদের উদ্যেশ্যে তর্পণ উৎসব। তেলকুপি ঘাটে যেখানে অন্যান্য বছর লক্ষাধিক জনসমাগম হয় সেই জায়গায় পুরো দামোদরের চড়ে ছড়িয়ে ছিটিয়ে অল্প সংখ্যক লোক চোখে পড়ে। পিতৃপুরুষদের উদ্যেশ্যে তর্পণ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু।

 

উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি,পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, আদিবাসী নেতা তারক টুডু সহ অন্যান্য অনেকে। উপস্থিত সকলে কোভিড বিধি মেনে তর্পন অনুষ্ঠান করার জন্য সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জানান।

See also  রাস্তার ধারে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি