আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইটে নামার লক্ষ্যে রওনা দিচ্ছেন সাঁতারু সায়নী

krishna Saha

Published :

নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইটে নামার লক্ষ্যে রওনা দিচ্ছেন সাঁতারু সায়নী
WhatsApp Channel Join Now

সপ্তসিন্ধুর আর এক সিন্ধু নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইটে নামার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার কালনার বাড়ি থেকে আজ শুক্রবার রওনা দিচ্ছেন সাঁতারু সায়নী দাস। কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী দাস।সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে এই বঙ্গতনয়া ইংলিশ চ্যানেল,ক্যাটলিনা ও মার্কিন মুলুকের মলোকাই চ্যানেল জয় করে বিদেশের মাটিতে তেরঙা পতাকা উড়িয়েছেন। জানা গেছে সম্প্রতি আবার রটনেস্ট চ্যানেলও জয় করেন তিনি।

রাতের অন্ধকারে বরফের মত কনকনে ঠান্ডা জল,ভয়াল ভয়ংকর স্রোত ও হাঙরের মত বিভিন্ন জীবজন্তুর মরণফাঁদকে অতিক্রম করে এখনও পর্যন্ত সপ্তসিন্ধুর তিন সিন্ধুর জয় সায়নীর ঝুলিতে।এবার আরও এক সিন্ধু জয়ের লক্ষ্যে আগামী একত্রিশ-শে মার্চ থেকে পাঁচ-ই এপ্রিলের মধ্যে নিউজিল্যাণ্ডের কুক স্ট্রেইট চ্যানেলে নামছেন কালনার সাঁতারু।

সাফল্যের লক্ষ্যে কালনার গঙ্গায় ধারাবাহিকভাবে ৫-৬ ঘন্টা ধরে একনাগাড়ে অনুশীলন চালান। শুক্রবার সায়নী ও তার বাবা রাধেশ্যাম দাস ও মা রুপালী দাসকে সঙ্গে নিয়ে কলকাতা রওনা দেবেন। সায়নী বলেন,কুক স্ট্রেইট সপ্তসিন্ধুর চতুর্থ সিন্ধু।ভয়ংকর একটি চ্যানেল।আবহাওয়া কখন কেমন থাকবে সেইভাবে বোঝা খুব মুশকিল, এখনই তাপমাত্রা দশ ডিগ্রীর নিচে থাকবে।গরমের দেশে থেকে ওই ঠান্ডা জলে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটাটাও একটা চ্যালেঞ্জ।

See also  অবৈধভাবে পাচিল নির্মাণ ও পুকুরভরাটের চেষ্টা আটকালেন বর্ধমান পৌরসভার পৌর চেয়ারম্যান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি