প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- মহানবমীর সন্ধ্যায় পরিত্যক্ত বাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো বর্ধমান স্টেশানে । খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বর্ধমান স্টেশানের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌছান। রেল পুলিশও ঘটনার তদন্তে নামে ।
কালো ব্যাগটিতে বিস্ফোরক জাতীয় কিছু ভরে রাখা রয়েছে কিনা তা বোঝার জন্য পুলিশ ও আরপিএফ উভয়েই তাঁদের ডগ স্কোয়াড নিয়ে ব্যাগটির কাছে যায়। ব্যাগটিতে বিস্ফোরক জাতীয় কিছু রাখা রয়েছে এমন ’সাইন’ স্কোয়াডের একটি কুকুর দেবার পরেই বালির বস্তা দিয়ে ব্যাগটির চারপাশ ঘিরে দেওয়া হয় ।পাশাপাশি বোম ডিসপোজাল স্কোয়াডেও খবর দেওয়া হয়েছে ।
পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন,
একটি কুকুর ব্যাগটি শুঁকে ব্যাগে বিস্ফোরক জাতীয় কিছু থাকার ’সাইন’ দেবার পর আর কোনকম ঝুঁকি নেওয়া হচ্ছে না । বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে ।
বর্ধমান স্টেশানের ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ করেদেবার পাশাপাশি প্ল্যাটফর্ম দিয়ে যাত্রী চলাচলও সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ।অন্য প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করছে । বম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌছে ব্যাগটি খতিয়ে দেখার পর কি জানায় তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে“ ।