অবৈধ সম্পর্কের জেরে বিষপান করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সঞ্জিত হুই (বয়স প্রায় ৪০ বছর)। তিনি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, ২৬ অক্টোবর সঞ্জিতবাবু বিষ পান করেন। অভিযোগ, যার সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল, সেই ব্যক্তির সঙ্গে বিবাদ ও অশান্তির জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন। বিষপানের পর তাঁকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। ঘটনায় শোক নেমে এসেছে সঞ্জিত হুইয়ের পরিবারে ও স্থানীয় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।







