আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোচবিহারে আনুষ্ঠানিক ভাবে পাঁচ জন ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হলো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় বেশকিছু ছাত্রছাত্রীকে ঋণ দিল রাজ্য সরকার। আজ কোচবিহারে আনুষ্ঠানিক ভাবে পাঁচ জন ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষা ঋণ সহ বেশ কিছু নথি তুলে দেন জেলা শাসক পবন কাদিয়ান। ওই পাঁচ ছাত্রছাত্রীর মধ্যে রয়েছেন সুদীপ্ত সরকার, আয়নদ্বীপ চক্রবর্তী, ভাস্বর ঘোষ, সাইনি শর্মা এবং ক্রিস্টিনা দত্ত।

রাজ্য সমবায় ব্যাঙ্কের নিয়ন্ত্রণে থাকা জেলার বিভিন্ন মহকুমার শাখা থেকে মোট ৬৬ লক্ষ ৪৩ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। মাত্র ৪ শতাংশ সুদের হারে ১৫ বছরের মধ্যে ছাত্রছাত্রীরা ওই ঋণ শোধ করতে পারবেন।

উচ্চ শিক্ষার প্রয়োজনে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা ঋণ পেতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।এদিন প্রথম ঋণ গ্রাহিতা হিসেবে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তাও পেয়েছেন বলে জানা গিয়েছে।

See also  এক ক্লিকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি