আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জাতীয় মহাকাশ দিবসে ইসরোর রকেট উৎক্ষেপণ অনুষ্ঠানে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুল, জেলার গর্ব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, কৃষকসেতু নিউজ ডেস্ক:- জাতীয় মহাকাশ দিবসের সূচনা উপলক্ষে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC) আয়োজন করা হয়েছিল একটি বিশেষ ওপেন হাউস প্রোগ্রাম। সেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা ৫,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

দিনের প্রধান আকর্ষণ ছিল RH-200 গবেষণামূলক ছোট রকেট উৎক্ষেপণ। সকাল ১১টা ৪৫ মিনিটে VSSC-এর মুম্পা প্যাড থেকে রকেটটি উৎক্ষেপণ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে গিয়ে রকেটটি থেকে চ্যাফস নামে বিশেষ বায়ু অধ্যয়ন উপাদান নির্গত হয়, যা বাতাসের গতি, দিক ও আবহাওয়ার পূর্বাভাস গবেষণায় কাজে লাগানো হচ্ছে।

এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিল বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুল। রেভারেন্ড ডঃ মারিয়া জোসেফ সাভারিয়াপ্পান ফাদারের উদ্যোগে স্কুলের ৩১ জন ছাত্রছাত্রী অংশ নেয়, তাঁদের সঙ্গে ছিলেন শিক্ষক মিঃ বাবান দাস এবং শিক্ষিকা মিসেস মন্টি চৌধুরী। উৎক্ষেপণ থেকে দ্বিতীয় পর্যায়ের অগ্নিসংযোগ পর্যন্ত শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণ করে এক অনন্য অভিজ্ঞতা লাভ করে।

কেরালার প্রায় ৬০০টি স্কুল জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে কর্মসূচিতে অংশ নিলেও, বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের অংশগ্রহণ নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ। শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও সাধারণ মানুষ মনে করছেন—এই সফর কেবল শিক্ষার্থীদের নয়, বরং সমগ্র বর্ধমান জেলার জন্যই গর্বের বিষয়।

ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ হয়ে থাকবে।

See also  নদীয়ার শান্তিপুরে ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে রেলের চাকায় পড়লো তালা,খোলা হল স্টেশনের ফ্যান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি