পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলের চা গ্রামে কৃষি দপ্তরের উদ্যোগে একটি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সহ কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, কৃষি অধিকর্তা অসীম কুমার ঘোষ, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্ট সমাজসেবী শেখ সাহেব।
ইতিপূর্বে একাধিকবার খন্ডঘোষ ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কৃষি জমিতে কম খরচে ফসল উৎপাদন, বিকল্প চাষ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে কৃষি আধিকারিকরা প্রশিক্ষিত করছেন এলাকার কৃষকদের। পাশাপাশি চিরাচরিত ধান আলু চাষের সঙ্গে যাতে বিকল্প চাষেও উৎসাহিত হন কৃষকরা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে কৃষি দপ্তর।
রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন সময়ে কৃষকরা সহায়তা পাচ্ছেন। কৃষি যন্ত্রপাতি হোক বা অন্যান্য কৃষি কাজে ব্যবহার্য সামগ্রী বীজ তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলের চা গ্রাম এলাকায় কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা তারাও উপস্থিত ছিলেন এ দিনের এই অনুষ্ঠানে।