রথীন রায়: – ২০২১-এর বিধানসভা ভোট বারবার দিখিয়েছে ভোট প্রার্থীদের মধ্যে সৌজন্যের ছবি ! যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা যারা এবার বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূলের সাংসদ-তারকা দেব, ব্যারাকপুরের প্রার্থী রাজ চক্রবর্তী ! বিজেপির পার্নো মিত্রের সঙ্গে ছুটি কাটিয়েছেন তৃণমূলের তারকা-প্রার্থী মিমি চক্রবর্তী ! আর দোলে মদন মিত্রের বসন্ত অনুষ্ঠানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তীর অংশ নওয়ার খবর তো সকলেরই জানা ! গলায় টিউমার রয়েছে মদন মিত্রের ! অস্ত্রপচার করে সেই টিউমারটি বের করা হবে তাঁর গলা থেকে ! কামারহাটির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র অসুস্থ ! গলার সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছেন তিনি ! জানা গিয়েছে মদন মিত্রের গলায় অস্ত্রপচার করা হবে !
তাঁর গলায় টিউমার রয়েছে বলে জানা গিয়েছে ! অস্ত্রপচার করে সেই টিউমারটি বের করা হবে তাঁর গলা থেকে ! এসএসকেএমে ভর্তি হতে গিয়ে মদন মিত্র মঙ্গলবার বলেন, কথা বলতে গেলে তাঁর গলা দিয়ে কাকের মতো আওয়াজ বের হচ্ছে ! উডবার্নে ঢওকার আগে মদন বলেন, ‘ভোকাল কর্ডে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে ! তবে আমি চেপে রেখেছিলাম বিষয়টাকে ! এখন সমস্যাটা বেড়েছে ! তাই নিজে থেকেই ভর্তি হচ্ছি ! কথা বললে কাকের মত আওয়াজ বের হচ্ছে ! জানা যায় গতবছর থেকেই গলায় সমস্যা অনুভব করেছিলেন মদন মিত্র ! ডাক্তারও দেখান, তবে সেই সময় অস্ত্রপচার করার কারণ খুঁজে পাননি চিকিৎসকগন ! তবে এখন যা পরিস্থিতি, তাতে অস্ত্রপচার আবশ্যক হয়ে দাঁড়িয়েছে ! এই আবহে প্রাক্তন মন্ত্রীর অস্ত্রপচারের জন্য আট সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এসএসকেএমে ! বোর্ডে রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত, ডি ঘোষ !
চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডু, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী ! তাছাড়া আছেন অ্যানাস্থেসিওলজির এ লাহা এবং দেবব্রত দাস ! বুধবার বোর্ডের বৈঠক আছে বলে জানা গিয়েছে ! জানা গিয়েছে, গতবছর নারদকাণ্ডে মদন মিত্রকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন তিনি এসএসকেএমে ভর্তি হয়েছিলেন ! তখনই শারীরিক পরীক্ষার পর চিকিত্সকরা তাঁকে জানিয়েছিলেন যে তাঁর গলায় ছোট একটি টিউমার রয়েছে ! স্পিচ থেরাপির মাধ্যমে রোগ সারিয়ে তোলার পক্ষে সওয়াল করেছিলেন চিকিত্সকরা ! তবে এখনও অস্ত্রপচারের পথেই হাঁটছেন বিশেষজ্ঞরা !
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন করোনা অক্রান্ত তৃণমূল নেতা মদন মিত্র ! তবে শরীর আগের থেকে ভালো হলেও হাসপাতালেই থাকতে হবে তাঁকে !
এখনও চিকিসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল প্রার্থী ! উল্লেখ্য, প্রবল স্বাসকষ্ট নিয়ে তাঁকে বুধবারই ভর্তি করা হয়েছিল এসএসকেএম-এ ! পরে সেখান থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ! বর্তমানে তাঁর অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে ! তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন বামফ্রন্টের প্রচারের অন্যতম মুখ অভিনেত্রী শ্রীলেখা মিত্র ! বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে শ্রীলেখার বার্তা শাসকদলের প্রাক্তন মন্ত্রীকে, ‘মদনদা, জলদি সেরে উঠুন ! খেলতে হবে আরও অনেক দিন ! শ্রীলেখা মনে করেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে ! কিন্তু তিনি আন্তরিক ভাবে চান দ্রুত সেরে উঠুন মদন মিত্র !!