আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাড়িতে ঘুমিয়ে থাকা বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৬ আগষ্ট

নামাজ পড়তে যাওয়া আর হল না।তার আগেই
ছেলের নৃশংস আক্রমণে প্রাণ খোয়ালেন বাবা।
ধারালো অস্ত্রদিয়ে নৃশংসভাবে কুপিয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
মৃত ৭০ উর্ধ ব্যক্তির নাম গোলাম মোস্তাফা মণ্ডল।
মঙ্গলবার দুপুরে নৃশংস এই হত্যা কাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের আকবরনগর গ্রামে। বাবাকে হত্যার দায়ে মন্তেশ্বর থানার পুলিশ
নিষ্ঠুর ছেলে জাহিদুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে।
বৃদ্ধ বাবাকে খুনে অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন মৃতর পরিজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম
আকবরনগর ।সামান্য কয়েক বিঘা জমি চাষ করে যে টুকু উপার্জন হতো তার উপর নির্ভর করেই এই গ্রামের বাসিন্দা গোলাম মোস্তাফা মণ্ডলের সংসার চলতো । গোলাম মোস্তাফার স্ত্রী প্রয়াত হয়েছেন। বৃদ্ধর দুই ছেলের মধ্যে বড় ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। ছোট ছেলে ও এক মেয়ে রোশনা বিবি তিনি বাড়িতে থাকতেন। ছোট ছেলে জাহিদুল কাজকর্ম তেমন কিছু না করায় তাঁর বাবা গোলাম মোস্তাফা মণ্ডল মনক্ষুন্ন ছিলেন। তা নিয়ে বাবা ও ছেলের মধ্যে অশান্তি লেগে থাকতো ।

মৃত ব্যক্তির মেয়ে এদিন জানান, খুঁটিনাটি বিষয় নিয়েই তাঁর বাবার সঙ্গে তাঁর ভাইয়ের অশান্তি লেগেই থাকতো। ভাই অনেক বেলা করে ঘুম থেকে উঠে বাইরে চলে যেত। দুপুরে খাবার সময় এসে খেত। কাজ করা ও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বাবার সঙ্গে প্রায়ই অশান্তি হত।মেয়ে রোশনা বিবি জানান,এদিন নিজের সন্তানকে তিনি স্কুল নিয়ে গিয়ে ছিলেন। বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে তাঁর ছোট ভাই জাহিদুল তাঁর বাবাকে কুপিয়ে খুন করে।

রোশনা বিবি আরো বলেন,“সাড়ে দশটার সময় আমি স্কুল যাই। সেইসময় তাঁর বাবা বাড়িতে শুয়ে পড়ে। পৌনে একটার সময় আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরে দেখি লুঙ্গি চাপা অবস্থায় বাবা শুয়ে আছে। বাবার নামাজ পড়তে যাওয়ার কথা ছিল বলে বাবাকে ডাকি। তখনই দেখি মাথায় মারার কারণে বাবার মাথার মগজ বেরিয়ে গেছে।”

See also  পাইপগান ও কার্তুজ সহ দাগী দুস্কৃতি গ্রেপ্তার পূর্বস্থলীতে

এলাকার পঞ্চায়েত সদস্য শেখ শাহজাহান বলেন, ’বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভালো ছিলনা। সেই থেকে এই ঘটনা ঘটেছে বলে সবাই মনে করছেন’। বৃদ্ধর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি,বৃদ্ধ বাবাকে খুনের কথা ধৃত ছেলে স্বীকার করেছে।খুনের ধারায় মামলা রুজু করে ধৃত ছেলেকে বুধবার কালনা আদালতে পেশ করা হবে।একই দিনে নিহত বৃদ্ধর দেহের ময়নাতদন্তও হবে বলে পুলিশ জানিয়েছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি