অভিজিৎ সরকার :- ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক বারোটার নাগাদ ঘটনার স্থল থেকে জানতে পারা যায় ইন্দাস বর্ধমান শ্রীপতি বাসের সাথে একটি ধান বোঝায় ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানতে পারা গেছে বাসটি ইন্দাসের দিকে আসছিল আর অপর দিক থেকে সাজপুরের দিকে যাওয়া ওই ৪০৭ গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ৭ থেকে ৮ জন আহত হয়েছে।
আহত ব্যক্তিদের স্থানীয় জনতা ও ইন্দাস থানার পুলিশ ও ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে তড়িঘড়ি উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ে পাঠানো হয় তিনজনের অবস্থা একটু খারাপ থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করে।