আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শুভশ্রীকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বেশ কয়েকটি ছবি বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বয়কটের মুখে পড়েছে। কয়েকটি হিন্দি ছবির পাশাপাশি সেই তালিকায় রয়েছে দুটি বাংলা ছবিও। দুটি ছবিতেই অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

 

 

Subhasree Gangopadhyay

 

এবার তাঁর অভিনীত মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘সিংহবাহিনী ত্রিনয়নী’ বয়কটের ডাক দিয়েছে নেটিজেন মহলের একাংশ। কিন্তু কী কারণে এই বয়কটের ডাক?  কিছুদিন আগেই সপরিবারে অজমেঢ় শরিফ গিয়েছিলেন শুভশ্রী।

 

 

 

 

 

সেখানে দরগায় চাদর চড়িয়ে হিন্দু মৌলবাদীদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী ও তাঁর পরিবার। সম্প্রতি দুর্গারূপে তাঁকে দেখে ফের সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে নেটদুনিয়ার একাংশ।

 

 

Subhasree Gangopadhyay

 

 

মহালয়া উপলক্ষে জি বাংলায় ‘সিংহবাহিনী ত্রিনয়নী’ নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। সেই শো তে দুর্গা রূপে শুভশ্রীকে দেখা যাবে। ইতিপূর্বে দুর্গার রূপে শুভশ্রীকে দেখা গিয়েছে। সেই সময় তার প্রশংসা অনেকেই করেছিলেন আবার নতুন অভিনেত্রীদের দেখতে চেয়েছিলেন কেউ কেউ। এরই মাঝে কেউ কেউ শুভশ্রীর এই অনুষ্ঠান বয়কটের ডাক দেন।

 

 

 

 

 

প্রোমোর একটি সিনের সঙ্গে রাজামৌলির ছবি ট্রিপল আরের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। সেই সিনের সঙ্গে মিল বের করেও কটাক্ষ করতে পিছপা হয়নি নেটিজেনরা।

 

 

 

 

 

জনৈক ব্যক্তি লিখেছেন, ‘আচ্ছা প্রত্যেক বছর এক জনকে ভালোলাগে দুর্গা করতে? একটু আলাদা স্বাদ নিয়ে আনুন না। শুভশ্রী দি অবশ্যই ভালো তবে বিpশ্বাস করুন মানুষ নতুন কিছু চাই।

 

 

 

 

আর আপনারা শুধু টিআরপির জন্য নিজেদের ইচ্ছা মতো করেন। মানুষের চাওয়া পাওয়ার কোন মূল্য নেই।’ অন্য এক নেটিজেন লেখেন, ‘এই মহালয়া বয়কট করা উচিত’, দুর্গার ধেয়ে আসাকে কেউ তুলনা করেছেন স্পাইডারম্যানের সঙ্গে কেউ আবার বাদুড়ের সঙ্গে।এর মাঝে কেউ কেউ আবার অজমেঢ় শরিফে শুভশ্রীর ছবি এর মাঝে কেউ কেউ আবার টেনে এনেছেন।

See also  মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন লজ্জায় ফেলে দেবে দেশের বড় কর্পোরেট সংস্থার কর্মীদেরও

 

 

 

 

অভিনেত্রীর অভিনীত মহালয়া বয়কট করার দাবি করতে শুরু করে এক নেটিজেন লেখেন,  ‘দেবী দুর্গারূপে আমরা এমন কাউকে দেখতে চাইনা যারা প্রতিপদে সনাতন ধর্মকে পরিহাস করে ইসলামকে অন্তরে ধারণ করে।’

 

 

 

 

এই বয়কট প্রসঙ্গে শুভশ্রী একটি ডিজিটাল সংবাদ মাধ্যমকে জানান “যারা ধর্ম নিয়ে এগুলো করছে তারা অশিক্ষিত, তাঁদের জীবনে কোনও কাজ নেই, অযোগ্য, অপাক্তেয়, ফেসলেস কিছু মানুষ। আমি এদের নিয়ে কোনও কথাই বলতে চাই না।

 

 

 

এরা কী বলল না বলল সেটা আমাকে স্পর্শও করে না। আমার এই বিষয়ে কোনও বক্তব্য, কোনও প্রতিক্রিয়া নেই এই বিষয়ে। কারণ যারা এগুলো করছে তাদের থেকে অনেক বেশি সংখ্যক মানুষ আমার মহালয়ার জন্য অপেক্ষা করে আছেন। তাঁদের প্রতিই আমার সমস্ত মনোযোগ।”

 

 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি