সত্যজিৎ মালিক: কোতুলপুর:- জনবিরোধী নিতীর বিরুদ্ধে সিহর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথসভা এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। সিহর শান্তিনাথতলা থেকে শুরু হয় মিছিল এসে পাটপুর বাজারে শেষ। কেন্দ্রের রাজ্যের প্রতি বঞ্চনা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ একাধিক বিষয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই পথসভা বলে জানা যায়।
তৃণমূল কংগ্রেস আরও দাবি করেন রাজ্য যেহেতু বিভিন্ন রকম জনমুখী পরিকল্পনা নিয়েছেন আগামী দিন মানুষ অবশ্যই বিরোধী দলের যোগ্য জবাব দেবে। মানবিক মুখ্যমন্ত্রী জনগণের জন্য যে সকল জনমুখী পরিকল্পনা রেখেছেন আগামী দিন মানুষ অবশ্যই তৃণমূল কংগ্রেসকে জয়ী করাবে। তৃণমূল বিজেপির যতই জোট করুক না কেন উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কে জয়যুক্ত করাবেন।
আজকের এই প্রতিবাদ সভা তে উপস্থিত ছিলেন শিহর অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সেন কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সাদেক আলী আব্দুল হালিম খান খাদ্য কর্মাধ্যক্ষ সন্দীপ ব্যানার্জি সহ একাধিক নেতৃত্ববর্গ।