নতুন ছবি ‘পরম সুন্দরী’-র প্রচারে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর কোনও খামতি রাখতে চাননি। সিনেমা হলে ছবির সাফল্যের পাশাপাশি দর্শকদের কাছে ছবির সব আপডেট পৌঁছে দেওয়াতেও মন দিয়েছেন তাঁরা।
কখনও তিরুমালায় পুজো করছেন, কখনও জন্মাষ্টমীর দহি হান্ডিতে অংশ নিচ্ছেন, আবার কখনও লখনউয়ের অলিগলিতে স্ট্রিট ফুড চেখে দেখছেন। এবার দিল্লির রাস্তার খাবার স্টলে হাজির হয়েছেন তাঁরা। নতুন ছবির প্রচারে শহরের রাজপথে তাঁরা ছোলে-ভাটুরে খেয়েছেন। নিজেদের মনে হয়েছে, দিল্লি এসে এই ফুড না খেলে বড় ভুল হয়ে যেত।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জাহ্নবী স্ট্র্যাপি ব্লাউজের সঙ্গে অফ হোয়াইট শাড়িতে সেজেছেন। খোলা চুল, মানানসই মেকআপ এবং গয়নায় তিনি বেশ আকর্ষণীয় দেখাচ্ছেন। অন্যদিকে, সিদ্ধার্থ ছিলেন ব্লু লুজ ফিট প্যান্ট ও হলুদ শার্টে।
ছবির কাহিনি অনুসারে, সিদ্ধার্থের চরিত্র ‘পরম’ উত্তর ভারতের বাসিন্দা, যিনি দক্ষিণ ভারতের কেরালায় বেড়াতে আসেন। সেখানে তাঁর পরিচয় হয় দক্ষিণ ভারতের বাসিন্দা ‘সুন্দরী’ অর্থাৎ জাহ্নবীর চরিত্রের সঙ্গে। প্রথম দেখা হয় একটি চার্চে, এরপর ধীরে ধীরে তাঁদের সম্পর্কের রসায়ন পর্দায় ফুটে ওঠে। এক দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয়ের মধ্যে গড়ে উঠবে তাদের প্রেমের গল্প।