বাঁকুড়া থেকে দেবজিৎ দও:- সোনামুখী পৌরসভার এগার নম্বর ওয়ার্ডের তেমাথা কালীতলা এলাকায় চলল গুলি আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষরা । সাধারণ মানুষদের অভিযোগ তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে 11 নম্বর ওয়ার্ডে অশান্তি পাকানোর চেষ্টা করে । একটি অমিনি গাড়িতে করে বেশ কিছু বহিরাগত তেমাথা কালিতলা এলাকায় আসলে তাদের আটকে সাধারণ মানুষ ।
তখন বহিরাগত দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে এবং গাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গাড়িটিকে ভাঙচুর করে বলে জানা যাচ্ছে । এলাকার সাধারণ মানুষ তাদের আটকে দিলে তারা যে যার মত পালিয়ে যায় এবং যাওয়ার সময় গুলি চালায় এবং সেই গুলিতে বিশ্বজিৎ গুঁই নামে এক ব্যক্তি আহত হন বলেই জানা যাচ্ছে ।বিষ্ণুপুর মহকুমা জানান , একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তদন্ত শুরু করেছি ।