আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বলিউডে ছেলের ডেবিউতে প্ল্যাটিনাম মোড়া ঘড়ি হাতে শাহরুখ, দাম শুনলে চোখ কপালে উঠবে!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ছেলের বলিউডে প্রথম কাজের মঞ্চে বরাবরের মতোই অনবদ্য লুকে ধরা দিলেন কিং খান। তবে এদিন তিনি কেবল তারকা নয়, অনেক বেশি ফুটিয়ে তুললেন এক জন বাবা হিসেবে নিজের আবেগ। ছেলের জন্য সবার শুভকামনা প্রার্থনা করলেন তিনি। কিন্তু সেই আবেগঘন মুহূর্তেও অনুরাগীদের চোখ এড়ায়নি তাঁর পোশাক থেকে শুরু করে হাতের ঘড়ি পর্যন্ত। জানেন, ওই বিশেষ দিনে শাহরুখের হাতে থাকা ঘড়িটির দাম কত?

বুধবার সন্ধ্যায় “ব্যাডস অফ বলিউড”-এর প্রোমো উন্মোচন অনুষ্ঠানে স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন বাদশা। কালো পোশাকে ঝলমল করছিলেন তাঁরা তিনজনই। শাহরুখের গায়ে ছিল কালো প্যান্ট ও ব্লেজার, হাতে ছিল আর্ম স্লিং। কিন্তু সবার নজর কেড়েছিল তাঁর কবজির ঘড়ি। জানা যায়, ওই ঘড়িটি প্ল্যাটিনাম মোড়ানো এবং বেল্ট তৈরি কুমিরের চামড়া দিয়ে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা!

এদিকে, ‘ব্যাডস অফ বলিউড’-এর জমকালো প্রোমো অনুষ্ঠান ইতিমধ্যেই মুম্বইতে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিজের কাজ নিয়ে আরিয়ান বলেন, ‘ব্যাডস অফ বলিউড’-কে বড় পর্দায় আনতে গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। অবশেষে বহু জল্পনার পর সিরিজের ঝলক সামনে এসেছে। অনুষ্ঠানের শেষে বাবা-মায়ের সঙ্গে একফ্রেমে ধরা দেন আরিয়ান। ইতিমধ্যেই ঝলকেই আলোড়ন তুলেছেন শাহরুখ-পুত্র।

See also  দুর্ঘটনার কবলে গায়ক সুরজিৎ এর সাথে থাকা গানের সরঞ্জাম বোঝাই গাড়ি বর্ধমানে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি